Zack Snyder's Cut "JUSTICE LEAGUE"
Zack Snyder এর Justice League ইতিমধ্যেই যারা দেখেছেন এর ব্যাপারে বেশি কিছু বলার প্রয়োজন নেই বোধয়। এক লাইনে যদি বলি, Snyder Cut is all about the details.
২০১৭ তে যে সিনেমাটি দেখেছিলাম সেটা আর এটা সম্পূর্ন ভিন্ন জিনিস। চার বছর আগের ছবি নিয়ে একটা কথাও বলার যুক্তি নেই। কিন্তু এই জাস্টিস লিগ আসলেই একটা দেখার মতো সুপারহিরো একশন ফিল্ম।
একটা সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সিনেমার গল্প; যার অভাব এর আগের ছবিতে ভুগেছি, কিছুটা অসম্পূর্ণ ছিল। Zack Snyder এবার গোটা সিনেমার গল্পকে ছয়টা ভাগে ভাগ করে সামনে এনেছেন আর details এ ভরা চার ঘন্টার স্ক্রিনপ্লের মাধ্যমে এতো দারুণ 'স্টোরি টেলিং' হয়েছে যা সত্যিই চমৎকার। এর মধ্যে আছে প্রচুর ক্যারেক্টার। আছে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর পরিচিতি এবং স্পষ্ট ধারণাসহ origin story। অনেক চরিত্র নতুন করে দেখা গেছে যা আগেরবার দেখিনি।
সিনেমাটিতে সবই আছে; উত্তেজনা, ডার্কনেস, ইমোশন, একশন। সুপারহিরোরা যেমন হিরোয়িক ভিলেনও ঠিক তেমনই ডার্ক এন্ড পাওয়ারফুল। একশন সিকুয়েন্সগুলো তা ই প্রমাণ করে৷
আর সিনেমেট্রোগ্রাফি, ভিজুয়্যাল ইফেক্টস এবং সেই সাথে মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক/ স্কোর পুরো সিনেমাটাকে করেছে সার্থক। সত্যিই প্রশংসনীয়।
পরিচালক বা পরিচালনার ব্যাপারে আলাদা করে বলার কিচ্ছু নেই। কারণ সবচেয়ে বেশি অবদান Zack Snyder তারই। তার কঠোর পরিশ্রমে তৈরি এমন একটা মাইলফলক দর্শকদের মাঝে না আনতে পারলে কতটা আফসোসে তার জীবন কাটতো তা বলার অপেক্ষা রাখে না৷
গভীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম এর দ্বিতীয় সিকুয়েল এর জন্য৷
IMDB: Zack Snyder's Cut Justice League
Rotten Tomatoes: Zack Snyder's Cut Justice League
Wikipedia: Zack Snyder's Cut Justice League
Movie Explained in Bangla: Zack Snyder's Justice League (2021)
All Differences: Justice League Snyder Cut


%20.jpg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন