রহস্যময় মহাবিশ্ব | Unsolved Mysteries of The Universe



রাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে অভিভূত হয়েছেন নিশ্চয়ই। হয়তো কখনো আপনার মনেও প্রশ্ন জেগেছে এই অন্তহীন মহাবিশ্বের উতপত্তি কোথায় আর এর শেষটাই বা হয়েছে কোথায়! হয়তো সেইসাথে আরো অসংখ্য প্রশ্ন ভীর জমিয়েছে আপনার মনে। হাজার হাজার বছর ধরেই মানুষের মনে এই প্রশ্নগুলো জেগেছে। অবাক বিস্ময়ে মানুষ খুঁজে ফিরেছে এই সব প্রশ্নের উত্তর। আর বিজ্ঞানের অগ্রগতির কল্যানে সাম্প্রতিক বছরগুলোতে মানুষ জানতে পেরেছে এমন অনেক অধরা প্রশ্নেরই উত্তর। 

বিশেষ করে বিগত ৫০ বছরে মহাবিশ্ব সম্পর্কে যুগান্তকারী সব আবিষ্কার পাল্টে দিয়েছে আমাদের চিন্তার জগত। মানুষের চাঁদে পদার্পণ থেকে শুরু করে দুটি গ্যালাক্সির সংঘর্ষের ফলে সৃষ্ট গ্র্যাভিটেশনাল ওয়েভ সনাক্ত করা, আমরা জানতে পেরেছি অনেক কিছুই। কিন্তু এই জানা আমাদের চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছে অন্তহীন এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান কতটা ক্ষুদ্র। কোন পরিস্থিতিতে ঘটেছিলো বিগব্যাং কিংবা এই মহাবিশ্বে মানুষের মতো আরো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আছে কি না, এমন আরো বহু রহস্যই এখনো রয়ে গেছে ব্যাখ্যাতীত। এ যেন, একটা প্রশ্নের উত্তর পেতে না পেতেই আরো হাজারটা প্রশ্ন হাজির হওয়া। তবে এই অজানাই মানুষকে ধাবিত করছে নতুন নতুন সত্য উদঘাটনে। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ