দেবতারা কি অন্য গ্রহের মানুষ?

দেবতারা কি অন্য গ্রহের মানুষ? আমার ক্ষুদ্র জ্ঞানে! আমি যতোটুকু বিজ্ঞান নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি, আমার কাছে এখন পর্যন্ত "দেবতারা অন্য গ্রহের মানুষই" মনে হয়েছে। যতদিন না, বিজ্ঞান! আমার বা আমাদের কাছে আরো শক্ত প্রমাণ হাজির করতে পারে!? 

দেবতারা কি অন্য গ্রহের মানুষ? কি না এই সিদ্ধান্তে উপনীত হওয়ার মত সময় আমাদের আসলে  এখনো আসে নি বা হয় নি। কারন, এখন পর্যন্ত আমরা আমাদের সৌরজগৎকেই পার করতে পরিনি। আমরা যখন আমাদের সৌরজগৎ আর ইন্টারস্টেলাকে সুমদ্রকে পার বা অতিক্রম করব তখনী না হয় আমাদের কেবল ধারনা জন্মাতে শুরু করবে আসলেই কি অন্য গ্রহে মানুষ আছে কি নেই। এখনো আমাদের অনেক দূর পথ অতিক্রম করার বাকি আছে। 

দেবতারা কি অন্য গ্রহের মানুষ?


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ