মহাবিশ্বের মায়াজালে আটকে পড়েছি...
এক আজব প্রশ্ন তাইনা ?
এই প্রশ্নের উত্তর হচ্ছে ,অনেক বিজ্ঞানীরা মনে করেন যে, আমাদের চারপাশে ঘটে যাওয়া যাই দেখতে পাই না কেন সবই কয়েকটা প্রোটন কণার গঠন মাত্র। গঠনগুলো কখনো আমাদের কাছে ধরা দেয় এক দারুণ শোভা নিয়ে। আবার আবার অন্য রূপে। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কি সবই মায়াজাল, মায়া! আমাদের মহাবিশ্ব টাইট একটা বিশাল বড় কম্পিউটার। যে কম্পিউটারের মধ্যে আমরা বসে আছি আর এগুলোকে তৈরি করছে কে বা কারা এটাকে অটোমেটিক্যালি কোন সুপারকম্পিউটার যেটাকে আমরা বলছি, তারা কি তৈরি করছে নাকি? এর পেছনে রয়েছে কোন বিশাল বড় স্রষ্টা! স্রষ্টা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছ্ আমরা নিয়ন্ত্রিত হচ্ছে কাঠের পুতুলের মত আমাদের সব কিছুই যেন একটা চিড়িয়াখানায় বন্দি পশু পাখির মতো অবস্থায় রয়েছে। কম্পিউটার সিমুলেশন কম্পিউটারের মাধ্যমে আমরা যে ভিডিও গেম গুলা খেলি এই সমস্ত গেম গুলো আসলে সত্যি মনে হয়! আপনি যখন একটা রিয়ালিটি চোখের ওপর বসিয়ে নেন তখন কি আপনার মনে হয় কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। যেরকম তো আপনা আমরা ঘুমের মধ্যে দেখি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। যে স্বপ্নটা যখন স্বপ্ন দেখতে থাকি তখন কিন্তু মনে হয়। এই পুরোটাই আসলে সত্যি কিন্তু আসলে কিন্তু সেটা সত্যি নয়। সে রকম যেরকম জেগে থাকা অবস্থায় কি আমরা স্বপ্ন দেখছি এটা একটা বড় প্রশ্ন? আর তার চেয়ে বড় প্রশ্ন এই মাঝে মাঝে যে টাইম ট্রাভেল দুর্ঘটনা ঘটে যেগুলো আমাদের কাছে একটা অতি প্রাকৃতিক ঘটনা বলে মনে হয় তাহলে এগুলো কি কম্পিউটারের কোন ক্রাশ। ক্রাশ এর জন্য বা যে নিজের জন্য বা যেরকম মোবাইল বা কম্পিউটার সফটওয়্যার অসুবিধার জন্য জিনিসগুলো হয় এটা কি সেরকম নাকি এগুলো সবই আমাদের মনের ভুল না কল্পনা!?


%20.jpg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন